Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 24, 2016

ইমদাদ চৌধুরীর কবিতা - স্বাধীনতার ডাক





স্বাধীনতার ডাক
ইমদাদ চৌধুরী  (২৪-০৩-১৯৯৮)

এসেছে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ডাক
তৈরী হয়ে নাও মুক্তিকামী
বাংলা মায়ের সকল পাগল সন্তানেরা।
এসেছে ডাক জাতির জনকের স্বাধীনতা সংগ্রামের
যার যা আছে তাই নিয়েই
যেতে হবে যুদ্ধে ,
ভাঙ্গতে হবে মহড়া
পশ্চিমী হানাদারের ।
ছিনিয়ে আনতে হবে
বিজয়ের পতাকা ।
এসেছে পালা যুদ্ধে যাবার
যেখানে সাম্যবাদ মৈত্রীবাদ
থাকবেনা কোন সাম্প্রদায়ীকতা ।
এককন্ঠে স্বোচ্ছার , সবাই একাকার হয়ে
গুলা বারুদ যা আছে সবটুকু নিয়ে
যেতে হবে যুদ্ধে ।
আনতে হবে ফিরায়ে মা-বোনের অধিকার ।
ডাক পড়েছে মুক্তিযুদ্ধে যাবার
জয়ী হয়ে ফিরতেই হবে অঙ্গিকারে
মৃত বা জীবিতবস্থায়
প্রতীক্ষার প্রহর গণনার
প্রিয়সখীর কাছে ।
এসেছে জাতির পিতার স্বাধীনতা সংগ্রামের ডাক
পূর্ব বাংলার আবাল, যুবক, বৃদ্ধ বনিতা
ছুটছে সবাই নিজ উদ্যমে ।
তারা মরবে তো লড়বে
তবু রাখবে মান সোনার বাংলার ,
বিশ্বকূলে সোনার বাংলার
স্থান করে নিবেই
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ।।

ইমদাদ চৌধুরীর পরিচয় : - 

এমসিএসএ , এমসিআইটিপি, এমসিটিএস, এমসিপি, আইডিবি-বিআইএসইডব্লিউ - আইটি স্কলারশীপ, পিজিডি ইন সিএসই, পিজিডি ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং, এলএল.বি, এম.কম (হিসাব বিজ্ঞান), বি.কম (অনার্স)এবং বহু বিষয়ে দেশে বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত । সাবেক , ছাত্রলীগ নেতা সেন্ট্রাল ’ ল ’ কলেজ ঢাকা ,  সাবেক , ছাত্রলীগ নেতা - কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা ,  সাবেক , ছাত্রলীগ নেতা , হবিগঞ্জ জেলা শাখা , সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা , হবিগঞ্জ জেলা শাখা , বৃন্দাবন কলেজের এক সময়ের ছাত্রলীগের সংঘঠক , এক সময়ের বৃন্দাবন বিশ্ববিদ্যালয় কলেজ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, এক সময়ের বাহুবল ছাত্র কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক, ছাত্র জীবনে রেডক্রিসেন্ট, স্কাউট এবং বিএনসিসি এর সাথে যুক্ত ছিলাম । এছাড়া ও বহু সামাজিক প্রতিষ্ঠানের ভাইটাল পোষ্টে অধিষ্ঠিত ছিলাম তথা বিভিন্ন পত্রিকায় রিপোর্টিং ও কলাম লেখার দায়িত্বে ছিলাম । সাবেক পরিচালক (২ টাইমস)- হবিগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড । ২০১৫ সালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ আওয়ামীলীগের ডেমষ্ট্রেশন পোগ্রামে যোগ দিতে যেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ওহাইও, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া সহ বিভিন্ন স্টেইট ভিজিট করি । সাবেক সিষ্টেম এ্রাডমিনিষ্টেটর - ডট কম সিষ্টেমস লিমিটেড - ঢাকা । পরিচালক - লতিফাবাদ বহুমুখী কৃষি খামার - ২ । বর্তমান পেশা - অনলাইন  আউট-সোর্সিং ।।  

 ইমদাদ চৌধুরীর  পিতার পরিচয় : -
পিতা  মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী । বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক মনেনীত তৎকালীন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির চেয়ারম্যান , মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার রজতজয়ন্তী পরিষদের তৎকালীন সাধারণ সম্পাদক , মুক্তিযুদ্ধ কালীন সময়ে সফল সংঘঠক ও তৎকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের কোষাধক্ষ , ছাত্র জীবন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আওয়ামীলীগের ত্যাগী নেতা , বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ বাকশালের হবিগঞ্জ জেলার তৎকালীন সভাপতি , বিশিষ্ট সমবায়ী , সমাজ সেবক, অত্যন্ত সৎ ও নীতিবান তথা তৃণমূল মানুষের দুঃখ বুঝার সংগ্রামী নেতা ছিলেন তিনি ।।।

 


 http://imdadchowdhury.blogspot.com/2016/03/blog-post.html